রিপোর্ট আনন্দবাজারঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাড়ির কাছ থেকে মাওবাদী সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। তাঁদের নাম সুন্দরী সিংহ সর্দার ও সুজাতা সিঙ্গুরা। বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডি এলাকায়।

সোমবার সকালে কালীঘাট থানার পুলিশ তাঁদের আটক করে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই দু’জনকে। এ ভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।

সেখানে ডিসি (সাউথ) প্রবীণ ত্রিপাঠী-সহ পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জেরায় পুলিশকে ওই দু’জন জানিয়েছেন, আত্মসমর্পণ করতে চেয়েই এ দিন তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই দু’জনের কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তাঁদের এখানে আসার প্রকৃত উদ্দেশ্য জানতে দুপুরে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের জেরা চলছে।