শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে চেয়ারম্যানের সামনে সালিশে মহিলাকে মারধর করলেন ইউপি মেম্বার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা ভিপি জাকির হোসেনের উপস্থিতিতে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিচার চলাকালে ত্রিশ গ্রামের মরিয়ম নামের এক নিরীহ মহিলাকে আ’লীগ নেতা ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন মারধর করে। সিসিটিভির এই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন ভাইরাল।

নির্যাতিত মহিলা মরিয়ম নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ গ্রামের মৃত. খুরশিদ আলমের মেয়ে।

বুধবার (২৯ জুন) দেলোয়ার নামের এক লোকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ মারধরের ঘটনা ঘটে।

জানা যায়, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৃত শাহ আলম (শাহ) এর ছেলে মেম্বার দেলোয়ার ও তার ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন ওই মহিলাকে মারধর করে।

এই বিষয়ে জানতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক দেলোয়ারের মুঠোফোনে কল দিলে তিনি জানান, আমি ব্যস্ত আছি। পরে কথা বলবো।

এই বিষয়ে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা ভিপি জাকির হোসেন জানান, মহিলার আত্মীয় এক ছেলে ও অপর পক্ষের এক ছেলের ঝগড়া নিয়ে বিচার বসেছিল। তেমন কিছুই হয়নি। একটু ধাক্কাধাক্কি হয়েছে। বিষয়টি মিমাংসা হয়েছে।

সিসিটিভিতে মারধরের বিষয়টি দেখা গেছে , এই বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান জাকির জানান, তেমন কিছুই হয়নি।

আর পড়তে পারেন