শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে জুম্মার খুতবার আজানকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৭

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা এলাকায় মসজিদে জুম্মার ‘খুতবার আজান’ নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে আবু হানিফ খান (৪৫) নামে একজন নিহত হওয়ার খবর জানা গেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত সাতজন। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে । বাকি চারজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে শুক্রবার খুতবার আজান জোরে ও আস্তে দেওয়া নিয়ে মতবিরোধে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আর পড়তে পারেন