শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০২১
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

মোঃ রাসেল মিয়া, বেলাল উদ্দিন আহম্মেদ, নজরুল ইসলাম ও মাহবুব আলম আরিফের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, শাহজাহান বিএসসি, আবুল হাসেম, কেন্দ্রীয় মৎসজীবী লীগের সদস্য রাজিব মুন্সি, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকে সমন্বয়কারী আফজালুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার চৌধূরী, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদসহ আরো অনেকে।

টুর্নামেন্টে বালকদের (অনুর্ধ্ব-১৭) খেলায় দারোরা ইউনিয়ন একাদশকে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মুরাদনগর সদর ইউনিয়ন একাদশ।

আর পড়তে পারেন