বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৭
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
প্রতিদিনের মতো ফজরের আজান শুনে মসজিদের জামায়াতে নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হন সুরুজ মিয়া (৬৫) কিন্তু আজ আর মসজিদে গিয়ে জামায়তের সাথে ফজরের নামাজ আদায় করা ভাগ্য হয়নি তার। পুকুর ঘাটে অজু করতে গিয়ে পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ১১হাজার ভোল্টের সঞ্চালন লাইনের তার পুকুরে ডুবে বিদ্যূতায়িত হয়ে থাকা পানিতে নামতেই বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন তিনি। বুধবার ভোরবেলায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীরকাশিমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সুরুজ মিয়া পীরকাশিমপুর উত্তর পাড়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানায় পীরকাশিমপুর গ্রামের উত্তরপাড়া মসজিদ সংলগ্ন পুকুরের উপর দিয়ে কুমিল্লা পল্লী বিদ্যূৎ সমিতির ৩৩হাজার ভোল্টের একটি সঞ্চালন লাইন প্রবাহিত রয়েছে। এখানে প্রবাহিত লাইনটির ৪টি ক্যাবলের ৮টি জয়েন্ট রয়েছে যার মধ্যে কদিন পর পরই ক্যাবল ছিড়ে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ কতৃপক্ষকে বার বার অবহিত করার পরেও এখানের ক্যাবল গুলো মেরামত করেনি। বিদ্যূৎ কতৃপক্ষের অবহেলার কারনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনর্চাজ মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যূৎ সমিতির বাঙ্গরা সাব-জোনাল অফিসের ইনচার্জ মাহমুদুর রহমান বলেন বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি আমার জানা নেই, আমি শুনেছি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। আমি বিষয়টি খতিয়ে দেখছি।

আর পড়তে পারেন