শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে মাছ বাজারের ভবন উদ্বোধন: ভোগান্তি থেকে রক্ষা পেল ১৪টি গ্রামের মানুষ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের মাছ বাজারে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৩টি ভবনে মোট ৫২টি দোকানসহ যাত্রী ছাউনি ও ড্রেনের শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

যার ফলে বৃষ্টি এবং রোদের ভোগান্তি থেকে রক্ষা পেল উপজেলা সদরে বাজার করতে আসা ১৪টি গ্রামের সাধারণ মানুষ।

শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর মাছ বাজার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, মুরাদনগর বাজার বনিক সমিতির সভাপতি আক্তার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধূরী, কুমিল্লা উত্তর জেলা শ্রমীক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শামিম, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উত্তর জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক হানিফ মিয়া, উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম মতি প্রমুখ।

আর পড়তে পারেন