সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ৩ কেজি গাঁজাসহ পাঁচারকারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৪, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ এক মাদক পাঁচারকারীকে  আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বুধবার দুপুরে আটককৃত মাদক পাচারকারীকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে ৫টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের দারোগা বাড়ীর সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া  পাচাঁরকারি হলেন , জেলার দাউদকান্দি থানার চরচারুয়া গ্রামের বশির উদ্দিন আহম্মেদের ছেলে হারুন অর রশিদ(৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গ্রামে একটি মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ কোরবানপুর গ্রামের দারোগা বাড়ীর সামনের তিন রাস্তার মোড়ে পৌঁছাইলে হারুন অর রশিদ পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর সময় পুলিশ তাকে আটক কওে এবং তার হাতে থাকা ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।  আসামীকে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন