মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেমোরি কার্ডে ফরম্যাটিং ডিস্ক লেখা আসে?

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০১৬

বিজ্ঞান- প্রযুক্তি ডেস্ক: আমার মোবাইল ফোনের মেমোরি কার্ডের কোনো কিছু মোছা যাচ্ছে না। কম্পিউটারে কার্ড রিডারের মাধ্যমেও কোনো কিছু হচ্ছে না। ফরম্যাটিং ডিস্ক লেখা আসে, কিন্তু ফরম্যাট হয় না। কী করব?MEM
আশরাফুল ইসলাম
উত্তর: মেমোরি কার্ডে ‘লক’ রয়েছে। এটি আনলক অবস্থায় আছে কিনা দেখে নিন। এতে যদি কাজ না হয় তবে বুঝতে হবে মেমোরি কার্ডের তথ্য নষ্ট হয়ে গেছে। সে ক্ষেত্রে তথ্য উদ্ধারের (ডেটা রিকভারি) সফটওয়্যার ব্যবহার করে মেমোরি কার্ড ফরম্যাট করে নেওয়া যাবে। এ কাজটি সার্ভিস সেন্টারগুলো করে থাকে।
উত্তর দিয়েছেন—
মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস, ঢাকা।

আর পড়তে পারেন