শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় চাঁদপুরের দুই হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০২২
news-image

 

মাসুদ হোসেনঃ

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে চাঁদপুর শহরের দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মে) শহরের নতুন বাজার আল আমিন হাসপাতাল ও মিডল্যান্ড হাসপাতালের ফার্মেসীর ফ্রিজ ও ডিসপ্লেতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

এরমধ্যে আল আমিন হাসপাতালের ফার্মেসীকে ২০ হাজার ও মিডল্যান্ড হাসপাতালের ফার্মেসীকে ১০ হাজার টাকা আদায় করা হয়।

এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় দুইটি হাসপাতালের ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ এর একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন