মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মে মাসে আসছেন ক্যান্সার জয়ের গল্প নিয়ে জয়া আহসান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৫, ২০১৯
news-image

বিনোদন ডেস্ক :

আগামী মে মাসে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ওপার ‘কণ্ঠ’। আর এই সিনেমায় ক্যান্সার জয়ের গল্প নিয়ে আসছেন জয়া আহসান। সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

১৯৯৯ সালে টেলিভিশনে কাজ করার সময় বিভূতি চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় নির্মাতার। লোকটি কণ্ঠ ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের সঙ্গে লড়াই করে একটা সময় সে জয়ী হন। সেই গল্প নিয়েই নির্মিত এই সিনেমা। ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

বুধবার জয়া আহসানও তার ফেসবুক পেজে প্রকাশ করেন ‘কণ্ঠ’ ছবির পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন- আসছে এই গ্রীষ্মে ‘কণ্ঠ’।

জানা গেছে, ক্যান্সারের সঙ্গে লড়াই করা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। আর জয়া আহসান অভিনয় করেছেন একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে। এই তিনজনকে নিয়েই মূলত ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়।

আর পড়তে পারেন