শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মোদির বিরুদ্ধে বিমান বাহিনীর টাকা চুরির অভিযোগ করলেন রাহুল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :
কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান বাহিনীর ৩০,০০০ কোটি টাকা চুরি করেছেন। তারা আমাদের দেশকে রক্ষা করছে, আর সেই বিমান বাহিনীর টাকাই চুরি করছেন প্রধানমন্ত্রী।

শনিবার ভারতের রাঁচির মোরাবাদি গ্রাউন্ডে একটি জনসভায় এসব কথা বলেন তিনি।
রাহুল গান্ধী বলেন, অনিল আম্বানিকে এই ৩০,০০০ কোটি টাকা দিয়েছেন মোদি। শুধুমাত্র বিমান বাহিনী নয়, কৃষক, ছোট ব্যবসায়ী, সাধারণ মানুষেরও টাকা চুরি করেছেন তিনি। তার ১৫ জন বন্ধুর ঋণ মওকুব করতে পারেন, কিন্তু একই কাজ দরিদ্র, কৃষক এবং অন্যান্যদের জন্য তিনি করতে পারেন না।

একইসঙ্গে তিনি আরও জানান, কংগ্রেস মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে ক্ষমতায় আসার দশ দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুব করে প্রতিশ্রুতি মতো। শুধু তাই নয়, দেশে কংগ্রেস ক্ষমতায় এলে ন্যূনতম উপার্জনের ব্যবস্থা করবে। এই টাকা সরাসরি দরিদ্রদের অ্যাকাউন্টে চলে যাবে।

আর পড়তে পারেন