শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যুগে যুগে টিকে থাকুক সত্য নির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০১৭
news-image

সাদিক মামুন ||
সত্য নির্ভর সাংবাদিকতাই হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। দায়িত্বশীল সাংবাদিকতার পথ ধরে যখন সাংবাদিকরা অন্যায়, অসত্যের বিরুদ্ধে পত্রিকায় প্রকৃত তথ্য দিয়ে খবরের অন্তরালের সঠিক খবর পরিবেশন করে তখনই সত্য নির্ভর সাংবাদিকতার পথ রোধ করার চক্রান্ত শুরু হয়। সাংবাদিকদের জীবনে নেমে আসে নির্যাতন, লাঞ্ছনা, হুমকি, রক্তচক্ষু ও প্রশাসনের হয়রানি। কখনো কখনো প্রভাবশালীদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে সত্য নির্ভর সাংবাদিকদের জীবনাবসানের ঘটনাও ঘটে। প্রতিনিয়তই সাংবাদিকরা মুখোশধারি অন্যায়কারিদের রক্তচক্ষুর শিকার হচ্ছে। এরপরও নির্ভীক সাংবাদিকরা লিখে যাচ্ছে। সততা, আদর্শই হচ্ছে তাদের সাহস। সেই সততা, আদর্শের পথ ধরেই এদেশে, সমাজে যুগে যুগে নির্ভীক, সাহসী সাংবাদিকরা জন্ম নেয়। পত্রিকার পাতায় তাদের লেখনীই দেশ ও জাতিকে আলোর পথ দেখায়। যেমনিভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিল্পীসহ আপামর জনতার অংশগ্রহণের ভিড়ে সাংবাদিকদের ভূমিকা ছিলো অগ্রগণ্য। দেশ স্বাধীনের পর যুদ্ধ বিধ্বস্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, পররাষ্ট্রনীতি, ও আইন শৃংখলার উন্নতি নিয়ে পত্রিকার পাতায় সাংবাদিকদের দিক নির্দেশনামূলক লেখনীর অবদান ছিল অনস্বীকার্য। দেশের প্রথিতযশা সাংবাদিকদের পথ ধরে আজও দায়িত্বশীল সাংবাদিকতা টিকে আছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেম আর দায়বোধে জেগে উঠা সাংবাদিকরা জীবন বাজি রেখে এখনো কলমযুদ্ধ চালিয়ে যাচ্ছে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে।
ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের ইতিহাসে কুমিল্লার বীর সন্তানদের অবদান এবং অনেক জ্ঞানী গুণী আর মহৎ ব্যক্তিদের জন্ম কুমিল্লার মাটিকে মহিমান্বিত করেছে। তাদের উত্তরসুরি তো আমরা। আর তাই আলোকিত কুমিল্লা গড়ার স্বপ্ন দেখি। একটি সমৃদ্ধ কুমিল্লার স্বপ্ন দেখি। তথ্য প্রযুক্তির এই সময়ে কুমিল্লার সংবাদপত্রগুলো কুমিল্লাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে। প্রবাসী বাঙলীদের মতামত পরামর্শ গ্রহণ করছে। এখানকার সাংবাদিকরা কুমিল্লাকে এগিয়ে নিচ্ছে। এ চলার পথে তরুণ প্রজন্মের সাহসী সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু’র হাত ধরে কুমিল্লার সংবাদপত্রের জগতে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যোগ হয়েছে নতুন সংবাদপত্র ‘দৈনিক আজকের কুমিল্লা’। সংবাদপত্রের প্রতিযোগিতার বাজারে আমরা জোর দিয়ে প্রত্যাশা করতে পারি একটি সৃজনশীল সংবাদপত্র হবে ‘দৈনিক আজকের কুমিল্লা’। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ ধরে ইমতিয়াজ আহমেদ জিতুর নেতৃত্বে ‘দৈনিক আজকের কুমিল্লা’ ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লাকে এগিয়ে নিতে সাহসী ভূমিকা রাখবে এবং অন্যায় অসত্যের বিরুদ্ধে থাকবে সোচ্চার। তবেই যুগে যুগে কালে কালে টিকে থাকবে সত্য নির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা।

লেখক: ষ্টাফ রিপোর্টার,কুমিল্লা
দৈনিক ইনকিলাব

আর পড়তে পারেন