শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবলীগ নেতা হত্যার দু’দিন পর ৯ জনের নামে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০২৩
news-image

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দির আলোচিত জামাল হোসেন (৪০) হত্যার দুদিন পর মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাতে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৯জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামি করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

আর পড়তে পারেন