শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রামপুরায় বাসচাপায় নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রামপুরায় বাসচাপায় নিহত শিক্ষার্থী মাঈনুদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ময়নাতদন্ত শেষ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

লাশ গ্রহণ করেন মাঈনুদ্দিনের ভাই মনির হোসেন। তিনি জানান, রামপুরা তিতাস রোডে গনিবাগ জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা হবে।পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা হালুয়াপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে লাশ দাফন করা হবে। দুপুর সাড়ে ১২টায় একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রওনা হন স্বজনেরা।

ঢাকা মেডিকেলে মাঈনুদ্দিনের লাশের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত নাঈম। জন্মদিনে দুনিয়াছাড়া ছোট ভাইয়ের লাশ দেখে কাঁদতে থাকেন মনির হোসেন।

রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় এসএসসি শিক্ষার্থী মাঈনুদ্দিন (১৭) নিহত হয়। সোমবার রাত ১১টার দিকে রামপুরা বাজার ও টিভি সেন্টারের মাঝামাঝি সোনালী ব্যাংকের সামনে ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।

নিহত মাঈনুদ্দিন একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

আর পড়তে পারেন