সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষায় পাশের হার ৮১.৭৬%

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৯
news-image

সেলিম চৌধুরী হীরা :

এইচএসসি ও আলিম পরীক্ষায় লাকসাম উপজেলার দু’টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। উপজেলা ৮টি কলেজ ও ৮টি মাদ্রাসাসহ মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে পাশের হার ৮১.৭৬%। তার মধ্যে ৮টি কলেজে গড়ে পাশের হার ৭৭.৭০% ও গড়ে ৮টি মাদ্রাসার গড়ে পাশের হার ৮৫.৯২%। কারিগরি শাখা থেকে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৩৭ জন, ৩৭ জনই উর্ত্তীণ হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে মুদাফরগঞ্জ আলী নোয়াব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও বড়বাম ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। মুদাফরগঞ্জ আলী নোয়াব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে মোট শিক্ষার্থী সংখ্যা ১৫৫জন উর্ত্তীণ ১৫৫ জন, জিপিএ-৫ ৩ জন, শতভাগ।

এছাড়াও কলেজ গুলোর মধ্যে রহমানিয়া চিরসবুজ স্কুল এন্ড কলেজে মোট শিক্ষার্থী সংখ্যা ১১৩ উর্ত্তীণ ১১১ জন, পাশের হার ৯৮.২৩%। নুরুল আমিন ডিগ্রি মজুমদার ডিগ্রি কলেজ মোট শিক্ষার্থী সংখ্যা ১৩৬, উর্ত্তীণ ১৩২, জিপিএ-৫ ৫জন, পাশের হার ৯৭.০৬%। আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজ মোট শিক্ষার্থী সংখ্যা ৬০, উর্ত্তীণ ৫৫, পাশের হার ৯১.৬৭%। ন.ফ সরকারী কলেজ মোট শিক্ষার্থী সংখ্যা ১০৫৬, উর্ত্তীণ ৭৫৩, জিপিএ-৫ ৬ জন, পাশের হার ৭১.৩১%। গণ উদ্যোগ বালিকা স্কুল এন্ড কলেজ মোট শিক্ষার্থী সংখ্যা ৬৯, উর্ত্তীণ ৪৬, পাশের হার ৬৬.৬৭%। আজগরা উচ্চ বিদ্যালয় ও কলেজ মোট শিক্ষার্থী সংখ্যা ৭২, উর্ত্তীন ৪৩, পাশের হার ৫৯.৭২%। লাকসাম মডেল কলেজে মোট শিক্ষার্থী সংখ্যা ১৪১, উত্তীর্ণ ৬০, পাশের হার ৪২.৫৫%।

অপরদিকে মাদ্রাসাগুলোর মধ্যে বড়বাম ফাজিল মাদ্রাসা মোট শিক্ষার্থী সংখ্যা ৩০, উর্ত্তীণ ৩০, জিপিএ-৫ ১ জন, শতভাগ। কালিয়াপুর আলিম মাদ্রাসা মোট শিক্ষার্থী সংখ্যা ২০, উত্তীর্ণ ১৯, জিপিএ-৫ ৩ জন, পাশের হার ৯৫.০০%। বিজরা নাজেরিয়া ফাযিল মাদ্রাসা মোট শিক্ষার্থী সংখ্যা ৪৬, উর্ত্তীণ ৪৩, জিপিএ-৫ ২ জন, পাশের হার ৯৩.৪৮%। দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা মোট শিক্ষার্থী সংখ্যা ১৩৩, উর্ত্তীণ ১১৬, পাশের হার ৮৭.২২%। ছিলইন আলিম মাদ্রাসা মোট শিক্ষার্থী সংখ্যা ২১, উর্ত্তীণ ১৭, পাশের হার ৮০.৮৫%। ফুলগাঁও ফাযিল মাদ্রাসা মোট শিক্ষার্থী সংখ্যা ৪৭, উর্ত্তীন ৩৮, জিপিএ-৫ ২জন, পাশের হার ৮০.৮৫%। মুদাফরগঞ্জ ফাযিল মাদ্রাসা মোট শিক্ষার্থী সংখ্যা ৫০, উর্ত্তীণ ৪০, পাশের হার ৮০.০০%।

আর পড়তে পারেন