শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ ও বর্ণাঢ্য র‌্যালী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

সেলিম চৌধুরী হীরা,লাকসাম ঃ
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে স্থানীয় পাবলিক হলে লাকসাম কমিউনিটি পুলিশিং দিবস, বর্ণাঢ্য র‌্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন লাকসাম থানা পুলিশের সহযোগিতায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ তাজুল ইসলাম এমপি বলেন, এলাকার সামাজিক অপরাধ প্রবণতা রোধে পুলিশকে আরো সতর্ক হতে হবে। ২০১৮ সালের মধ্যে দেশের সামগ্রীক দপ্তরগুলোতে উন্নয়ন আরো ত্বরান্বীত হবে, ফলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবো।
লাকসাম থানা পুলিশের এস.আই প্রতুল কুমার শীলের সঞ্চালনায় উক্ত সুধী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল­াহ আল-মাহফুজ। অন্যান্যদের মধ্যে লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, লাকসাম উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌর আ’লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা ও উপজেলা যুবলীগ সদস্য আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম রতনসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে উপস্থিত হন।
অপরদিকে রেলওয়ে জি.আর.পি থানা পুলিশ ইনচার্জ স্বপন কান্তি বড়–য়ার সভাপতিত্বে রেলওয়ে পুলিশ দিবসটি পালন করেছে।

আর পড়তে পারেন