লাকসামে শিক্ষকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিজরা এলাকায় শিক্ষকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে সবুজ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভে অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এক শিক্ষক পুলিশ সদস্যের হাতে আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আকস্মিকভাবে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে। প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘ ৫ থেকে ৬ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে লাকসাম সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। সেনা সদস্যরা অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেয়।
প্রায় ২০ মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
লাকসাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে আধিপত্যমূলক টহল পরিচালনা করা হয় এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন।
ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছে সেনা সূত্র।











