শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৮ জন হত্যা মামলার আসামী সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকে জেল হাজতে প্রেরণ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৪, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা মামলার অন্যতম আসামী জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি দলীয় পক্ষের তিন নম্বর সমন্বয়ক, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুমিল্লা ১০ আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন মনিরুল হক চৌধুরী। পরবর্তীতে জামিন শুনানি শেষে আদালতের বিচারক কে এম শামছুল আলম জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

এ বিষয়টি নিশ্চিত করেন মনিরুল হক চৌধুরীর আইনজীবী এড. নাজমুস সাদাত।

এছাড়া, বাসে আগুন দিয়ে ৮ জন হত্যার একই মামলার অন্যতম আসামী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি আগামী ১১ নভেম্বর দিন ধায্য করা হয়েছে।

উল্লেখ্য, মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

আর পড়তে পারেন