রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন প্রায় ১ হাজার অসহায় মানুষ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৭, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ এলাকার মডার্ণ একাডেমীতে গ্রীষ্মকালীণ প্রশিক্ষণ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ১ হাজার অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: মাইনুর রহমানের দিক নির্দেশনায় বর্তমান চলমান গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ এ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে । বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ মহৎ কাজ বছরজুড়ে চলমান থাকে।

কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারি পরিচালক কর্ণেল আবদুল হামিদ, ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে:কর্ণেল আবদুল্লাহ মেহেদী, মেজর রেজোয়ান, ক্যাপ্টেন তানহিয়াসহ ৭জন চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

 

কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারি পরিচালক কর্ণেল আবদুল হামিদ জানান,  মাননীয় সেনাবাহিনী প্রধানের নিদের্শ অনুযায়ী বিভিন্ন এলাকায় অবস্থানকালে শীতকালিন ও গ্রীস্মকালিন প্রশিক্ষণ চলাকালে স্থানীয় হাজার হাজার দু:স্থ, গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করাই আমাদের উদ্দেশ্য।

আর পড়তে পারেন