শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩১, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চলমান জ্বালানি ও বিদ্যুৎখাতে চরম নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

এতে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করা হয়।

রোববার দুপুরে জেলার মুরাদনগর উপজেলার গোমতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জন, দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। বিদ্যুৎখাতে অনিয়ম-দুর্নীতি করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। জনগণ দানবীয় এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তীব্র আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে।

আর পড়তে পারেন