শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহিত সাগরে আবারও হামলার কবলে জাহাজ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

লোহিত সাগরে ফের হামলার শিকার হয়েছে একটি জাহাজ। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

শুক্রবার (১৫ মার্চ) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। খবর এপির।

যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনি বন্দর হোদেইদাহের কাছে একটি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। তবে জাহাজের ক্রু নিরাপদ আছে এবং জাহাজটি যাত্রাপথ থেকে বিচ্যুত হয়নি।

এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হুথি। তবে এ ধরনের হামলার পর তারা সাধারণত কয়েক ঘণ্টা সময় নিয়ে দায় স্বীকার করে।

গত বছরের নভেম্বরে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা শুরু করে হুথিরা। প্রথমে ইসরাইলের দিকে যাওয়া কার্গো জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ দখল করে নিয়ে যায়। জাপান পরিচালিত ব্রিটিশ মালিকানাধীন এই জাহাজ পরে ইয়েমেনি বন্দর হোদেইদাহের দিকে নিয়ে এর ক্রুদের জিম্মি করা হয়। এই হামলার পর থেকে কেবল লোহিত সাগরেই হুথিরা ৪০টির বেশি জাহাজকে নিশানা করেছে। গাজায় হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে তারা এসব হামলা করছে বলে দাবি করে।

আর পড়তে পারেন