শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

আজকের কুমিল্লা ডট কম :
মে ৫, ২০২১
news-image

 

মো: রুহুল আমিনঃ

চাঁদপুরের শাহরা‌স্তি উপ‌জেলার ডাকা‌তিয়া নদীর খিলা ও ঘুঘুরচপ অং‌শে অ‌বৈধভা‌বে ড্রেজার মে‌শিন দ্বারা বা‌লু উ‌ত্তোলন সম্পর্কিত খবর জেলার বিভিন্ন জনপ্রিয় পত্রিকায় নিউজ ও নিউজ পোর্টালে খবর প্রকাশের পর কৃষি ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হওয়া সম্পর্কিত নিউজের জেরে ৫ মে বুধবার এক মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও বিজ্ঞ নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট জনাব শিরীন আক্তার।

এসময় ডাকাতিয়া নদীর খিলা ও ঘুঘুরচপ অংশে অবৈধ ড্রেজার মা‌লিক‌কে ঘটনাস্থলে না পাওয়ায় ড্রেজা‌রের পাইপ ভে‌ঙ্গে নষ্ট ক‌রে দেওয়া হ‌য়।

এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘোষণা করেন, ডাকা‌তিয়া নদীর শাহরা‌স্তির অং‌শে অ‌বৈধভা‌বে ও অনু‌মোদন‌বিহীন ড্রেজার স্থাপন এবং বা‌লু উ‌ত্তোলন কর‌লে ক‌ঠোর আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

অ‌বৈধ ড্রেজার ও বালু উ‌ত্তোলনকারী‌দের স‌ঠিক তথ‌্য উপ‌জেলা নির্বাহী অ‌ফিসারকে (uno) জানা‌নোর জন‌্য উপস্থিত সাধারণ জনতা ও কৃষকগণকে তিনি অনু‌রোধ কর‌েন।

এসময় মোবাইল কো‌র্টের কাজে সহায়তা ক‌রেন শাহরা‌স্তি ম‌ডেল থানার পু‌লিশ সদস‌্যবৃন্দ।

আর পড়তে পারেন