শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে মুনা দরবেশের ওফাত বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০১৮
news-image

মো: জাহাঙ্গীর আলম হৃদয় :
শাহরাস্তির কুলশী হযরত আঃ মান্নান (মুনা) দরবেশ (র.) এর মাজার শরীফ সংলগ্ন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ), ফাতেহায়ে গাউছুল আযম ও মুনা দরবেশের ৪৬ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন ওয়ারুক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ কামাল হোসেন নুরী।

প্রধান অতিথি  ছিলেন টামটা দঃ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম মানিক। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মনোহরগঞ্জ জালালীয়া দরবার শরীফের পীর সাহেব মাওঃ মোবারক হোসেন জালালী, বিশেষ বক্তা ছিলেন ওয়ারুক রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষক মাওঃ মোঃ সাইদুর রহমান আবেদীসহ অন্যান্য ওলামায়ে করাম। বক্তাগণ ওহাবী খারেজী (কাওমী) মওদুদী, সালাফী (জামাত শিবির) বা বাতিল আকিদা সম্পন্ন তথাকথিত আলেম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত জনিত বিভ্রান্তি ও বেয়াদবী মুলক ফতোয়ায় বিভ্রান্ত না হয়ে ঈমান আকিদা রক্ষার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি আকদাই একমাত্র সহিহ আকিদা অস্বীকার কারীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মুনাজাত করা হয়।

আর পড়তে পারেন