শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শোকাবহ আগস্ট উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস, ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও শোকাবহ আগস্ট উদযাপন কল্পে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শোকাবহ আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ৬আগস্ট বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার দাবীতে অঙ্গীকার পাদদেশে মানববন্ধন। মাবনবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পরাষ্ট্রমন্ত্রনালয়ে স্বারকলীপী প্রদান। ৮আগস্ট চাঁদপুর সরকারি কলেজে শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচী পালন। ১২আগস্ট সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন। ১৪ আগস্ট সকাল সারে ১০টায় শহীদদের স্মরণে শোকর‌্যালি। ১৫আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, গরীব ও সুস্থদের মাঝে খাবার বিতরন ও জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ গ্রহন। ১৭আগস্ট ২০০৫সালে ১৭আগস্ট বিএনপি-জামাত জোটের দেশের ৬৩টি জেলায় প্রায় ৫শতাধীক স্থানে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ২৪আগস্ট শহীদ আইভী রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদআছর বাইতুল আমিন জামে মসজিদে মিলাদ ও দোয়া। ২৬আগস্ট ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা।
সভায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন গাজী, যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির উদ্দিন মিজি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

আর পড়তে পারেন