শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদপত্রে কুমিল্লার গৌরবের ইতিহাস

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০১৭
news-image

তাওহিদ হোসেন মিঠুঃ
সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে শিক্ষা ও সংস্কৃতির উর্বরভূমি কুমিল্লার রয়েছে এক গৌরবের ইতিহাস। অষ্টাদশ শতাব্দি থেকে সংবাদপত্রে কুমিল্লা অবদান রেখে আসছে। অষ্টাদশ শতাব্দিতে বৃহত্তর কুমিল্লা জেলা থেকে মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক মিলিয়ে মোট ৬ টি পত্রিকা প্রকাশিত হয়েছে। ১৮৬০ সালে প্রথম কুমিল্লা থেকে “ত্রিপুরা জ্ঞান প্রকাশনী” নামে একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এরপর ১৮৮৩ সালে সাপ্তাহিক “ত্রিপুরা হিতৈষী”, ১৮৭৬ সালে পাক্ষিক “ত্রিপুরা”, ১৮৯৩ সালে মাসিক “ঊষা”, ১৮৯৪ সালে মাসিক “হীরা” ও সাপ্তাহিক “ত্রিপুরা বিকাশ” প্রকাশিত হয়। সাপ্তাহিক “ত্রিপুরা হিতৈষী” খুব সম্ভবত ১৮৯৬ সালে গুরুদয়াল সিংহের সম্পাদনায় প্রথম প্রকাশের পরে পুত্র কমনীয় কুমার সিংহ, পরে কমনীয় কুমার সিংহ এর মৃত্যুর পর, কমনীয় কুমার সিংহ এর স্ত্রী উর্মিলা সিংহ ১৯৪৮ সাল পর্যন্ত এটি প্রকাশনা চালিয়ে যান। সম্ভবত উর্মিলা সিংহই কুমিল্লা জেলার তথা সারা বাংলাদেশের প্রথম মহিলা সম্পাদক। ফলশ্রুতিতে কুমিল্লা জেলা সাংবাদিকতার ক্ষেত্রে ঐতিহ্যের অন্যতম দাবিদার। বর্তমান এই বিংশ শতাব্দিতেও কুমিল্লা জেলা সংবাদপত্র ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে যাচ্ছে।
১৯৫৫ সালের ৫ মে থেকে কুমিল্লায় মোহাম্মদ ফজলে রাব্বী ‘আমোদ’ পত্রিকার প্রকাশনা শুরু করেন। এখনো এ পত্রিকাটি সাপ্তাহিক হিসেবেই তার পথ চলা অব্যাহত রেখেছে। এরপর অধ্যক্ষ আব্দুল ওহাব সম্পাদিত দৈনিক রুপসী বাংলা, নীতিশ সাহা সম্পাদিত দৈনিক শিরোনাম, ওয়াহিদুর রহমান সম্পাদিত “দৈনিক পূর্বাশা”(বর্তমানে ইমতিয়াজ আহমেদ জিতু ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন), আফতাবুর রহমান সম্পাদিত সাপ্তাহিক ফলক, ভাষা সৈনিক মোহাম্মদ উল্লাহ সম্পাদিত সাপ্তাহিক নিরীক্ষণ, বীরমুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম সম্পাদিত দৈনিক শ্রমিক, অধ্যাপক মফিজুর রহমান সম্পাদিত সাপ্তাহিক কুমিল্লার বার্তা, নজরুল ইসলাম দুলাল সম্পাদিত সাপ্তাহিক সীমান্ত সংবাদ, আমিনুল হক সম্পাদিত সাপ্তাহিক মেগোতি, আবুল হাসনাত বাবুল সম্পাদিত সাপ্তাহিক অভিবাদন, আবুল কাশেম হৃদয় সম্পাদিত দৈনিক কুমিল্লার কাগজ, ফারহানা শারমিন দিবা সম্পাদিত দৈনিক বাংলার আলোড়ন, অধ্যক্ষ আফজল খান সম্পাদিত দৈনিক ময়নামতি, মিজানুর রহমান চৌধুরী সম্পাদিত সাপ্তাহিক ক্রাইম রিপোর্টার, ড.আলী হোসেন চৌধুরী সম্পাদিত দৈনিক আমাদের কুমিল্লা ( বর্তমানে সম্পাদক ও প্রকাশক নাইমুল ইসলাম খান), জসিম উদ্দিন খোকন সম্পাদিত দৈনিক কুমিল্লার ডাক (বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর আলম রতন), হুমায়ন কবির ভূইয়া সম্পাদিত দৈনিক কুমিল্লার মুক্তকন্ঠ, জসিম উদ্দিন কনক সম্পাদিত দৈনিক কুমিল্লার আলো, আনোয়ারুল কাদের বাকি সম্পাদিত সাপ্তাহিক নতুন পত্র, দিলীপ মজুমদার সম্পাদিত সাপ্তাহিক বির্বতন, বাচ্চু বকাউল সম্পাদিত সাপ্তাহিক সময়ের পথ, কামাল উদ্দিন ভূইয়া সম্পাদিত দৈনিক কুমিল্লার কন্ঠ, মান্নান কবির ভূইয়া সম্পাদিত সাপ্তাহিক পথিকৃত কুমিল্লা, মোবারক হোসেন সম্পাদিত সাপ্তাহিক গোমতি, তাওহিদ হোসেন মিঠু সম্পাদিত বর্তমান প্রতিদিন, জামাল উদ্দিন দামাল সম্পাদিত সাপ্তাহিক সমতটের কাগজ কুমিল্লার সংবাদপত্রের জগতকে করেছে সমৃদ্ধ।
চলতি বছর পথিকৃত কুমিল্লার সংবাদপত্রে নতুন সংযোজন হয়েছে সময়ের সাহসী সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু সম্পাদিত দৈনিক আজকের কুমিল্লা। আশা করি “দৈনিক আজকের কুমিল্লা” কুমিল্লার সংবাদপত্র জগতকে সমৃদ্ধ ও বেগবান করবে। দৈনিক আজকের কুমিল্লার যাত্রা শুভ হউক।
লেখক-তাওহিদ হোসেন মিঠু
সম্পাদক ও প্রকাশক- সাপ্তাহিক বর্তমান প্রতিদিন
জেলা প্রতিনিধি- মোহনা টিভি।

আর পড়তে পারেন