শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারের সাধারণ ক্ষমার আওতায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৮ বন্দীর মুক্তি

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে সরকারের নির্বাহী আদেশে সাধারণ ক্ষমার আওতায় প্রথম দফায় ৮ জন বন্দী মুক্তি পেয়েছে। রবিবার (৩ মে) বিকালে তাদের মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আসাদুর রহমান।

তিনি আরও জানান, সরকারের সাধারণ ক্ষমার আওতায় এ কারাগার থেকে প্রথম দফায় ৮ জন বন্দী মুক্তি পেল। এর আগে লঘু দণ্ডের ৩ ক্যাটাগরির বন্দীকে মুক্তি দেওয়ার জন্য একটি তালিকা কুমিল্লা কেন্দ্রীয় কারাগার হতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করা হয়। এ সুপারিশের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত ৮ জন বন্দী, যাদের সাজার মেয়াদ ৬ মাসের কম রয়েছে, এধরনের ৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা হচ্ছেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের আমির হোসেন, নাঙ্গলকোটের আশারপাড়া গ্রামের সোহাগ, বরুড়ার ঝলম গ্রামের মিঠু চন্দ্র দাস ও নয়নতলা গ্রামের সোহেল, আদর্শ সদরের শাসনগাছা এলাকার ফয়সাল ও কুড়িয়াপাড়া গ্রামের শাহ আলম, বুড়িচংয়ের পরিহলপাড়া গ্রামের মাছুম এবং ফেনীর দাগনভূঁইয়ার ভবানীপুর গ্রামের মো. নূর কলিম চৌধুরী।

আর পড়তে পারেন