শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাক্কু চোর, তিনি কালো টাকা দিয়ে নির্বাচনী তরী পার হতে চেয়েছিলেন : বাহার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৬, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

একটি কুচক্রী মহল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বিতর্ক করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, সাক্কু একজন চোর মেয়র ছিলেন । আমি সিটি কর্পোরেশনের জন্য টাকা এনে দিয়েছি। সে লুট করে খেয়ে ফেলেছে। সে কালো টাকা দিয়ে নির্বাচনী তরী পার হতে চেয়েছিলেন ।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা বিজয়ী হওয়ায় কুমিল্লা শিক্ষক সমাজ আয়োজিত আনন্দ সমাবেশে তিনি এসব একথা বলেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন বাহার বলেন, কিছু নেতার কুকর্মের কারণে কুমিল্লাকে এগিয়ে নিতে পারছি না। কুমিল্লায় এত বেঈমান-মুনাফেক আছে এ সিটি নির্বাচনের আগে আমিও জানতাম না। প্রশাসনের পাশাপাশি দলের কিছু নেতাও সাক্কুর টাকার কাছে বিক্রি হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লাকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। কারণ জাতির পরিবর্তন করতে পারেন একজন আদর্শবান শিক্ষক।

জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নবনির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিকুল্লাহ খোকন, আরফানুল হক রিফাতের সহধর্মিণী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আলেকজান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, রাচিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুর রহমান পাটোয়ারী, ফরিদা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ প্রমুখ।

আর পড়তে পারেন