শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সিমানারপাড় চাইল্ড কেয়ার স্কুলে যথাযোগ্য মর্যাদায় “আন্তর্জাতিক ভাষা দিবস” উযদাপন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২০
news-image

মোঃ ইকবাল হোসেনঃ

“বাঙ্গরায়” সিমানারপাড় চাইল্ড কেয়ার স্কুলে যথাযোগ্য মর্যাদায় “আন্তর্জাতিক ভাষা দিবস” পালিত হয়েছে ।

ভাষা শহীদদের স্মরণে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় চাইল্ড কেয়ার স্কুলে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হয়েছে।

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী, আলোচনা সভা,পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন মোঃ আওলাদ হোসেন।স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন। তিনি তার সিমানারপাড় চাইল্ড কেয়ার স্কুলের ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ হান্নান, তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

সবশেষে সিমানারপাড় চাইল্ড কেয়ার স্কুলের ২০১৮ ও ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জি পি এ – ৫ ও বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়, এবং ২০১৯ সালে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের ও ক্রিয়া অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন, মোঃ খলিলুর রহমান, মোঃ রাসেল মিয়া,মোঃ বিল্লাল মিয়া, মোঃ হেলাল মিয়া প্রমুখ।

আর পড়তে পারেন