মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেমি ফাইনাল মানেই কোহলির ‘ফ্লপ শো’,

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

এটা প্রায় অনেকেরই জানা যে ‘৯১১’ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আপৎকালীন নম্বর। আর এই আপৎকালীন নম্বরটাই এবার জুড়ে গেল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নামের সঙ্গে। এর কারণ হলো গত তিন বিশ্বকাপের সেমিফাইনালে বিরাটের রান যথাক্রমে ৯, ১, ১।

আজ বুধবারের মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এক রানে আউট হয়ে যান বিরাট কোহলি। যুক্তরাজ্যের ওল্ড ট্রাফোর্ডে রোহিত শর্মা ১ রানে আউট হওয়ার পরেই ক্রিজে আসেন অধিনায়ক কোহলি। এবং তারপর তিনিও ১ রান করে আউট।

বিশ্বকাপের সেমিফাইনালে এই নিয়ে তৃতীয় বার খেললেন বিরাট। এবং তিনবারই দুই অঙ্কের স্কোর করতে ব্যর্থ তিনি। ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে বিরাট আউট হন ৯ রানে। পরের বার ২০১৫ বিশ্বকাপ সেমিফাইনালে তিনি করেন ১ রান। আর বুধবারও ট্রেন্ট বোল্টের বলে এক রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

স্বাভাবিকভাবেই বিরাটের ব্যর্থতা মেনে নিতে না পেরে ক্ষুব্ধ ক্রিকেটভক্তরা। টুইটারে তাঁদের ক্ষোভ প্রকাশ করলেন কোহলির সেমিতে করা তিনটি রানকে মিলিয়ে।

অনেকে তাঁকে সমালোচনা করে টুইটারে লেখেন, ‘আপৎকালীন ৯১১ নম্বরে কল করো কোহলির জন্য।’

আর পড়তে পারেন