শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে ইকামার মেয়াদ বাড়িয়ে দেয়ার ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৫, ২০২০
news-image

সালাহ উদ্দিন সোহেল,সৌদি আরবঃ

সৌদি আরবে করোনায় ভাইরাসে আক্রান্তে প্রবাসিদের কথা  বিবেচনা করে ইকামার মেয়াদ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

সৌদি জাওয়াযাত জানায়, যাদের ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে, তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরো তিনমাস বৃদ্ধি পাবে কোন ফি ছাড়াই। এই জন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

যাদের ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের যদি কফিল ফাইনাল এক্সিট দিয়ে থাকে তাহলে তা কফিল বাতিল করতে পারবে। কেননা তাদেরও ইকামার মেয়াদ তিন মাস অটোমেটিক বৃদ্ধি পাবে। এই জন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

২৫-২-২০২০ হতে ২০-৩-২০২০ এর মধ্যে  কারো এক্সিট রি এন্ট্রি ভিসা ( ছুটি থাকলে) থাকার পর কেউ যদি এই সময়ে ছুটিতে যেতে না পারে তাহলে তার ছুটি ও তিন মাসের জন্য অটোমেটিক অনলাইনে কার্যকর হয়ে যাবে (অর্থাৎ আরো তিন মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা পাবে) কোন ফি ছাড়াই । এই জন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

আর পড়তে পারেন