শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

“স্বাক্ষরবহনকারী দেশপ্রেমের গল্প”

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০২০
news-image

সাইফা শান্তা :

আমাদের এলাকার বড় ভাই তনয়। খুব ছোট বেলা থেকেই তনয় ভাইয়াকে অনুসরণ করে আসছি। কেননা, তনয় ভাইয়াকে সেই ছোট্ট বেলা থেকেই দেখে আসছি দেশপ্রেমের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা। দেশের কল্যাণার্থে তনয় ভাইয়া আমাদের এলাকার একজন খ্যাতিমান ব্যক্তি ও বটে। তনয় ভাইয়াকে না দেখলে বুঝতাম ই না যে, দেশপ্রেম কি? দেশের প্রতি এতোটা সুনিপুণ ভালোবাসা সত্যিই আমাদের গ্রামের সবাইকে অনেক অনুপ্রাণিত করেছিলো। আর তনয় ভাইয়ার দায়িত্ব পালন, একেকটা পদক্ষেপ পুরো সমাজ ও বিশ্বের জন্য একটা মডেল ই বটে। আমাদের সবাইকে এত্তো এত্তো মুগ্ধ করেছিলো তনয় ভাইয়ার দেশপ্রেমের দৃষ্টান্ত। যা বলার অপেক্ষা রাখেনা। আজকে তনয় ভাইয়ার ই স্বাক্ষরবহনকারী দেশপ্রেমের গল্প নিয়ে আমি আলোকপাত করতে সামান্য সময় নিয়ে বসলাম:-

কুমিল্লা জেলার বানাশুয়া গ্রামের দক্ষিণে বাসা তনয় ভাইয়ার। বছর হবে ৪৩-৪৪ বছর। পড়াশোনায় ও বেশ মেধাবী। পরিবার এতোটা সচ্ছ্বল নয়। টানাপোড়েনের পরিবারে টিকে থাকা তনয় ভাইয়ার জীবনকাহিনী ছিলো খুবই করুণ। জীবনে স্বপ্নের বিশালতা ছিলো তনয় ভাইয়ার আকাশচুম্বী। স্বপ্নকে তনয় ভাইয়া কখনোই দেখতে ভুলতেন না। বরং তনয় ভাইয়ার স্বপ্ন টা মস্ত ছিলো। তনয় ভাইয়ার স্বপ্ন ছিলো একজন আদর্শ দেশপ্রেমিক হবে। দেশের স্বার্থে যা যা করার, যতটা প্রয়োজন করার, ঠিক ততোটুকু করতে যদি তার প্রাণ ও যায় তাতে ও তিনি পিছুপা হবেন না। দেশপ্রেমের স্বাক্ষর তিনি রেখে যেতে চেয়েছেন। কেননা, তনয় ভাইয়ার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রাণপণে লড়াই করেই তনয় ভাইয়ার বাবা ও স্বাধীন দেশ রক্ষার ভাগীদার। তনয় ভাইয়া ও তার বাবাকে ভীষণ ভালোবাসতেন। বাবার কথা কখনোই অমান্য করতেন না। বাবাকে তিনি ছোট বেলায় এ দেখছেন যুদ্ধ করে দেশের জন্য প্রাণ দিতে। তনয় ভাইয়া তখন ততোটা বুঝতেন না। শুধু অনুভব করার ক্ষমতা ছিলো। স্বচক্ষে বাবাকে পায়নি দেখতে বেশিদিন। তবে তার বাবার আদর্শ যেন তার মাঝে কমতি নেই। যুদ্ধের সময় ই তনয় ভাইয়ার বাবা তনয় ভাইয়ার মাকে বলে যায়, আমাদের একটি মাত্র সন্তান। আর সেই সন্তানকে আমি না পারি, তুমি মানুষের মত মানুষ গড়ে তুলো। কেননা, এই যুদ্ধাবস্থায়, যদি আমার প্রাণ চলে ও যায়, আমার বিন্দুমাত্র ও আফসোস থাকবেনা। দেশের জন্য প্রাণ দিতে বলো ক’জন পারে। তাই আমি যদি চলে ও যাই, আমার এই একমাত্র সন্তানকে তুমি আমার ও এই দেশের সব কাহিনী ও তার বাবার জীবনী বেশি বেশি তার সম্মুখে তুলে ধরবে। যাতে আমাদের তনয় ও এই দেশের জন্য এমন কিছু করতে পারে। কখনোই যাতে দেশের বিরুদ্ধে না যায়, দেশরক্ষা ও দেশমাতৃকার টানে যাতে আমাদের তনয় একজন বীরযোদ্ধা ও দেশপ্রমিক হয়ে উঠতে পারে সেই শিক্ষা দিও।

তনয় ভাইয়ার বাবা মারা যায় যুদ্ধেই। কিন্তু তনয় ভাইয়ার মা স্বামীর দেওয়া কথা ভুলে যায়নি। ছোট বেলা থেকেই ছেলে কে গড়ে তুলেছেন স্বামীর মতই একজন উজ্জ্বল দৃষ্টান্তের দেশপ্রেমিক রুপেই। আস্তে আস্তে তনয় ভাইয়ার মা তনয় ভাইয়াকে একে একে সব কাহিনী খুলে বলাতে যুদ্ধের ও তনয় ভাইয়ার বাবার। তখন থেকেই তনয় ভাইয়ার স্বপ্নচূড়া আরো দ্বিগুণ বেড়ে যায়। তখন তনয় ভাইয়ার চোখ আরো বড় স্বপ্নের পিছনে ছুটতে থাকে। কেননা, এখন কেবল নিজের স্বপ্ন নয় বাবার দেওয়া প্রতিশ্রুতি ও যে রাখা তনয় ভাইয়ার একান্ত কর্তব্য। তনয় ভাইয়া ও সেই অনুসারেই চলতে থাকে। কখনোই তিনি একপা এগিয়ে অন্য পা পিছুইনি। বরং আমাদের সমাজের কিছু অসাধু চক্র যখন দেশের বিরুদ্ধে কথা বলে, তনয় ভাইয়া সবকিছুর ঊর্ধ্বে গিয়ে রুখে দাড়ায়। একদিন গ্রামের মধ্যে দেশ সংক্রান্ত একটি বিষয় নিয়ে তুমুল জগড়া বাঁধে দুই পক্ষের মধ্যে। তৎক্ষণাৎ তনয় ভাইয়া ওইখানে গিয়ে বললো:-

আপনারা কি মানুষ, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা, বোনের ইজ্জ্বতের বিনিময়ে স্বৈরাচারী শাসকের হাত থেকে শাসন করে এই সোনার বাংলাদেশ আমাদের উপহার দিয়ে গেলো যারা, আজ কিনা আপনারাই তাদের বিরুদ্ধে যাচ্ছেন। কোথায় ছিলেন সেদিন, একটিবার ও কি মনে পড়েনা সেই ২৫ মার্চের কালরাত্রির কথাগুলো। আর হ্যাঁ তার চেয়ে বড় কথা হলো জাতির পিতা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে কতটা ত্যাগ, স্বপরিবারে নিহত, জীবনের পুরোটাই কারাবরণ করেছেন, একটি বার ভাবেন তো কার জন্য এসব করেছে? বঙ্গবন্ধু তো পারতো আপনাদের মত কাপুরুষের মত লেজ গুটিয়ে ঘরে বসে থাকতে। তিনি তো পারতো একা এইভাবে দেশের জন্য না লড়ে যেতে। আপনারা বলবেন, বঙ্গবন্ধুর এটা দায়িত্ব ছিলো। দায়িত্ব তো শুধু তার একার ছিলোনা। কোটি মানুষের ই ছিলো। তবে, তিনি একাই কেন এত ত্যাগ করলেন, তিনি যদি প্রাণের ভয় না করে ঝাঁপিয়ে পড়তে পারেন ও ৭ কোটি মানুষকে যুদ্ধে আহ্বান করে কৌশলে এ দেশকে স্বাধীন করে যেতে পারেন । তবে আমাদের দায়িত্ব কী? আপনারা বলবেন আমরা কিসের জন্য, এই সোনার বাংলা টা বহু ত্যাগ-তীতিক্ষার ফলে পাওয়া। স্বাধীন বাংলাদেশ এমনি এমনি আসেনি। নানা লড়াই ও সংগ্রামের মনোবলেই আজ আমি, আপনি, গোটা জাতিই স্বাধীন বাংলাদেশ এর অংশীদার। আমাদের গর্বের এটা আমরা স্বাধীন আমরা জয়ী। আমরা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে গিয়েই এই দেশকে পেয়েছি। এটা একটু গভীরে গিয়ে ভাবুন। উত্তর আশা করি পেয়ে যাবেন।
কথায় আছেনা:- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাহলে যারা স্বাধীনতা অর্জন করে দিয়ে গেলো আর আমরা যদি আমাদের দেশের হয়ে স্বাধীনতা ই রক্ষা না করতে পারি। তাহলে আমার মনে হয়না, এই স্বাধীন দেশে আপনাদের থাকার অধিকার বা মুখ দেখানোর অধিকার আছে। দুই পক্ষই থমকে গেছে। কারোই কোন কথা আসছেনা। সবার মাথা নিচু করে আছে। তারা বুঝতে পারলো তনয় ভাইয়ার প্রতিবাদী কথাগুলো।এবং সেদিন থেকেই গ্রামের লোকেরা প্রতিজ্ঞাবদ্ধ হলো আর কখনোই তারা দেশকে নিচু মানসিকতায় বা দ্বন্দ্বে লিপ্ত হবেনা। বরং দেশের স্বার্থেই লড়ে যাবে। আর সাথে যারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও মানুষ ছিলো তারা একদৃষ্টিতে তনয় ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আমি ও থ মেরে তাকিয়েই আছি। কতটা সাহস হলে ঠিক এতোটা প্রতিবাদী হওয়া যায়। তা তনয় ভাইয়াকে না দেখলে আমি বুঝতাম-ই না। অন্যকেউ হলে কাছেই আসতো না। বলতো কি, তাদের বিষয় তারাই মিটিয়ে নিবে। আমরা কি নিজের খেয়ে অন্যের বা দেশের জন্য লড়বো নাকি? বাস্তব চিত্র।

কিন্তু তনয় ভাইয়া যে দেশপ্রেমের এক প্রতিবাদী বীর। আমি বীরযোদ্ধা দের দেখিনি। দেখিনি আমি এই দেশকে স্বাধীন করার মুহূর্ত, কিন্তু আমি তনয় ভাইয়াকে দেখেছি যে কিনা এই দেশের জন্য প্রতিটা সময় ই লড়ে যেতে বাধ্য। এতোটা আন্তরিকতা ও ভালোবাসা শুধু আমি তনয় ভাইয়ার মাঝে দেখে ভাবি, আজ ও কি এমন কোন বীর আছে, যে এই দেশ ও স্বাধীনতা রক্ষা করা নিয়ে ভাবে। সত্যিই তনয় ভাইয়া একজন দেশের উৎকৃষ্ট কর্ণধার।

দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে তনয় ভাইয়ার বয়স ও গড়িয়ে গেছে। বিয়ের বয়স হওয়াতে নিজেই ভালো দেখে মায়ের পছন্দে একটি বিয়ে করলো। ২ বছর পর তনয় ভাইয়া ও বাবা হলেন কিন্তু একটা সমস্যায় সম্মুক্ষীন। তনয় ভাইয়ার ছেলের শারীরিক বিভিন্ন সমস্যা। ডাক্তার বলছে ছেলেকে বাঁচাতে হলে আমেরিকা নিয়ে তার চিকিৎসা করাতে হবে। কিন্তু অনেক টাকার দরকার যে, এমনিতেই এতোটা সচ্ছ্বল ছিলোনা। তবু তনয় ভাইয়া পড়ালেখা করে চাকরি করে বেশ উন্নতি ই করেছিলো। শুরুতে তাদের পরিবারের অবস্থা শোচনীয় হলে ও তনয় ভাইয়ার মেধা ও পরিশ্রম, প্রতিবাদী চেতনা, দেশের প্রতি ভালোবাসা ও দেশমাতৃকার দোয়া ও আন্তরিকতায় সিক্ত হয়ে আলহামদুলিল্লাহ তনয় ভাইয়া কিছু সঞ্চয় করেছিলেন দেশের জন্য কিছু করবেন বলে। দেশের প্রতি যে কর্তব্য তার সন্তানের প্রতি ও একটা তার একান্ত কর্তব্য রয়েছে। ঠিক তখনই সব কিছু বিবেচনা করে তার স্বপরিবার সহ আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু মন যে তার পড়ে আছে সেই দেশের সোনালী দিগন্তেই। কান্না ভরা চোখেই নিজ মাতৃভূমিকে বিদায় দিয়ে বিদেশের মাটিতে পাড়ি জমালেন।

সুস্থ মতোই গিয়ে সবাই পৌঁছে গেলো। সবকিছু ভালোই চলছিলো। ডাক্তার বলছে পুরোপুরি সুস্থ হতে ছেলের ১ বছর লাগতে পারে। হঠাৎ তনয় ভাইয়া একদিন আমেরিকা থাকাকালীন একটি সিদ্ধান্ত নিলেন, এই ১ বছরে তিনি বসে থাকবেন না, বিদেশের মাটিতেই তনয় ভাইয়া তার দেশকে তুলে ধরবেন। দেশমাতৃকার সার্বিক প্রতিচ্ছবি ও এই সোনার বাংলাদেশের স্বাধীনতার একটা স্বাক্ষর তিনি বিদেশের মাটিতে ও রেখে যাবেন। কেননা, তনয় ভাইয়া চায়, বহির্বিশ্বে পুরো জাতি যাতে এক নামে বাংলাদেশকে চিনতে ও জানতে পারে। তার আগে তনয় ভাইয়া একটি চাকরি জোগাড় করে নিলেন, এই ১ বছরের মধ্যেই তাকে কিছু একটা করতেই হবে। সন্তানের সকল ভার তিনি ডাক্তার ও তার স্ত্রী, মাকে দিয়েছেন। সন্তানকে ও তিনি ততোটা সময় দেননি। যতোটা দেশপ্রেমের ও দেশকে ভালোবেসে বরাদ্দ করেছেন। চাকরি করার পাশাপাশি তনয় ভাইয়া লেগে পড়লেন সেই দেশের রাষ্ট্রদূত এর সাথে কথা বলে একটি শহীদ মিনার স্থাপনের জন্য তিনি অনুরোধ করেন। অনেক বুঝিয়ে বলার পর রাষ্ট্রদূত রাজি হলেন, কেননা, সকল দেশের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আর স্বাক্ষর রাখার যোগ্য। তাতে মুক্তিযুদ্ধের জন্য পুরো বিশ্ব ই অনুপ্রাণিত হবে। এক হাতেই তনয় ভাইয়া আস্তে আস্তে কিছু স্থপতিকে নিয়ে নিজ দায়িত্ব গড়ে তুলেন এক শহীদ মিনার যা বাংলাদেশের জন্য একটা সূতিকাগার ও বলা যায়। শহীদদের স্মরণে ও নতুন প্রজন্মকে বেশি বেশি ইতিহাস ও ঐতিহ্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা লাভের ক্ষেত্রে নিজ দেশ সহ সারা বিশ্ব ও যাতে বাংলাদেশের আদর্শে গোটা জাতি অনুপ্রাণিত হতে পারে সেই লক্ষ্যেই তনয় ভাইয়ার এই পরিকল্পনা। ৬ মাস প্রায় শেষ, তার মধ্যেই আমেরিকার মাঝে এই শহীদ মিনার তুমুল আলোড়ন সৃষ্টি করে ফেলছে। টেলিভিশন সহ সব জায়গায় তনয় ভাইয়ার এই দেশপ্রেমের অবিস্মরণীয় কৃতিত্ব জানাজানি হয়ে গেলো। তনয় ভাইয়া এসবে কর্ণপাত ও করেনি। তার লক্ষ্য অনুযায়ী সে করেই যাচ্ছেন। হাতে আর মাত্র ৬ মাস এই ৬ মাসেই আরেকটা কাজ করার উদ্যোগ নিলেন তনয় ভাইয়া, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ও দেশমাতৃকার কথা নিয়ে সমস্ত বিষয় খুঁটিয়ে লিখে ফেললেন ২৩৫ পৃষ্ঠার এক অমর বই। যে বইয়ে তিনি ফুটিয়ে তুলেছেন নিজ দেশের সার্বিক দিক। কিছুই আমার মনে হয় বাদ পড়েনি বইটিতে। বইটি এতোটাই ছড়িয়ে পড়লো সারা দুনিয়ার মধ্যে। যে মাত্র ১ মাসেই তনয় ভাইয়া দ্বিতীয় কার্যে সফলতা লাভ করলেন। এই বইটি পুরো বিশ্বকে অনুপ্রাণিত ও করে বটে। যে বই পড়ে সবার জ্ঞানের ও দেশকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়ার মোটকথা দেশপ্রেমের এক নক্ষত্রকার তনয় ভাই এই বইটিতে সুচারুরূপে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

তারপর আমেরিকার সরকার তনয় ভাইয়াকে পরপর ২ বার সাফল্য লাভ করতে দেখে পুরস্কাতে ভূষিত করেন। পুরস্কার নিতে গিয়ে তনয় ভাইয়া সবার সামনে আলোচনায় বলেন, এই যে আমার হাতের এই পুরস্কারটি আমি এটি আমার স্বদেশ ও বাবাকে তার সাথে গোটা শহীদ জাতিকে উৎসর্গ করলাম। কেননা, এই প্রাপ্তি তো আমার নয়, এই প্রাপ্তি কেবল ই তাদের। আমি শুধু তাদের একজন অনুসারী মাত্র। তারাই আমার অনুপ্রেরণাকারী।

আজ তারা নেই ঠিকই কিন্তু এত্তো বড় স্বাধীন দেশ ও স্বাধীনতার বাংলাদেশ উপহার দিয়ে গেছেন আমাদের এটা কি কম প্রাপ্তি? সবাই হতবাক হয়ে তনয় ভাইয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। আর সবাই বলাবলি করতে লাগলো, এমন দেশপ্রেমিক ছেলে ও যেই মা গর্ভে ধারণ করেছে সেই মা, বাবা সত্যিই সার্থক। এতো উজ্জ্বল কামনাময়ী একটি ছেলে আজকালকার যুগে খুঁজে পাওয়া ও বিরল। অতঃপর ১ বছরের সমাপ্তি। ছেলে ও তনয় ভাইয়ার আলহামদুলিল্লাহ। এইবার নিজ দেশে ফেরার পালা। কতটা আনন্দিত ও বিচলিত তনয় ভাইয়া। দীর্ঘদিন হয়ে গেলো দেশমাতৃকাকে দু’চোখ ভরে দেখা হয়না। আনন্দে তনয় ভাইয়া আত্মহারা। ভালোই ভালো নিজ দেশে আগমন।

দেশে আসার পর তনয় ভাইয়াকে সবাই বাহ্বা দিতে আসছে। তনয় ভাইয়া যে বিদেশের মাটিতে দেশকে তুলে ধরেছেন। পরপর ২ বার সফল হয়ে ফিরেছেন। সেই জন্য বাংলাদেশ সরকার ও তাকে পুরস্কারে ভূষিত করলো। সেই পুরস্কার নিতে গিয়ে তনয় ভাইয়া তার মূল্যবান আলোচনায় বললেন, আপনাদের সকলের মনে একটা প্রশ্ন থাকতে পারে। আমি দেশে থাকাবস্থায় তো দেশের জন্য সামান্য কাজ করা ব্যতিত কিছুই নির্মাণ করিনি। তবে বিদেশের মাটিতে কেন? তাদের উদ্দেশ্যেই আমার এই ভাষণ:-

আপনারা সবাই একটা বিষয় লক্ষ্য রাখবেন এই দেশটি আমাদের আর সরকার আমাদের দেশের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। বিভিন্ন স্কুল, কলেজে ও শহীদ মিনারের ব্যবস্থা করেছেন। দায়িত্বশীলতার সাথেই সরকার দেশকে ভালোবেসে যথেষ্ট করেছে। তাই আমি চেয়েছি দেশের মাটিতে যেহেতু সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছেন। বিদেশের মাটিতে তথা পুরো বিশ্বে আমি তাই আমার দেশের প্রতি ভালোবাসা ও দেশমাতৃকার কথা, দায়িত্বতার সহিত মাথায় রেখে তুলে ধরলাম মাত্র। এটা আমার অবশ্য করণীয়। সুতরাং আমি আপনাদের বিষয়টি বুঝাতে পারছি। তৎক্ষণাৎ সবাই করতালি ও সরকারের গণ্যমান্য সকল ব্যক্তি সহ সবাই তনয় ভাইয়াকে জড়িয়ে ধরলো ও বলতে লাগলো। সাবাস! তুমিই এই বাংলাদেশ ও সারা বিশ্বের কাছে একদিন বঙ্গবন্ধুর মতই অবিস্মরণীয় হয়ে থাকবে। তোমার দেশপ্রেমের এই অমূল্য দৃষ্টান্তের কথা একদিন ইতিহাস এর পাতায় লিখা থাকবে। একদিন তোমাকেই সবাই অনুসরণ করে দেশপ্রেমের প্রতি জাগরিত হবে। তনয় ভাইয়া সেদিন এতোটাই প্রশান্তি পেয়েছিলো যে বাসায় এসে মাকে সালাম করে বললো, মা দোয়া করো, আমার দায়িত্বতার সাথে বাবার সততার সবটা দিয়ে যাতে আমি সারাজীবন এই দেশের গুরুভার বহন করতে পারি। আর ছেলের মাথায় হাত রেখে বললো, তোমাকে ও একদিন এই দেশের ভার নিতে হবে, বাবা যেদিন চলে যাবে সেদিন থেকে তোমাকেই আমার আসনে বসিয়ে দিয়ে যাব। বাবা বিনিময়ে শুধু এই দেশটাকে রক্ষা করো বাবা। আমি আর কিছু চাইনা এই সোনার দেশ ও স্বাধীনতার বাংলাদেশ আমি বাবা তোমার হাতে তুলে দিলাম। এই বলেই তনয় ভাইয়া হঠাৎ একদিন না ফেরার দেশে চলে গেলো। পুরো বিশ্ব হারিয়ে ফেললো একটি উজ্জ্বল নক্ষত্র। কিন্তু তনয় ভাইয়া তো মারা যায়নি। অমর হয়ে আছেন প্রতিটি অন্তরে। প্রতিবাদী এক দেশপ্রেমিকের খাতায় তনয় ভাইয়ার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। যতদিন থাকবে এ স্বাধীন বাংলাদেশ । ঠিক ততোদিনই বেঁচে থাকবেন তনয় ভাইয়া দেশপ্রেমের এক বলিষ্ঠ বীরযোদ্ধা ও দেশমাতৃকার আদর্শ দেশপ্রেমিক হয়ে। আজ তনয় ভাইয়ার ছেলেই তার সকল দায়িত্ব পালন করতেছেন। বাবা, দাদার মতই যেন প্রতিবাদী হয়েছে তনয় ভাইয়ার ছেলেটি। সে ও আজ বাবার সম্মান ও দেশরক্ষায় ব্যস্ত। তনয় ভাইয়া যে স্বাক্ষরবহন করে গেছেন তার অনেকটাই আজ তার ছেলে পূরণ করছে।

উপরোক্ত গল্পটি পড়ে আমি জানিনা কার কতটা ভালো লাগবে, কিন্তু নিজ ভাষায় দেশপ্রেমের এক স্বাক্ষরবহনকারী গল্প ফুটিয়ে তুললাম। যাতে আমাদের শিখার অনেক কিছু ই আছে। যা থেকে আমরা চাইলে পারি অনুপ্রাণিত হয়ে ঠিক তনয় ভাইয়ার মতই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই আমাদের দেশটার জন্য স্ব স্ব দায়িত্ব পালনে ও নিজ লক্ষ্যে অটুট থাকতে। তনয় ভাইয়ার এই গল্পটি সত্যিই আমাদের জীবনটাকে পুরোই বদলে দিতে পারে। শুধু দরকার উন্নত মানসিকতার দৃষ্টিভঙ্গি ও আমাদের যার যার প্রচেষ্টা।

এইভাবেই তনয় ভাইয়ার মতো হাজারো বীর এই বাংলায় দেশপ্রেমের স্মৃতি ও অমর গাঁথা কীর্তি রেখে যাক। তনয় ভাইয়ার কাজটি থাক ইতিহাসের পাতায় স্বাক্ষরবহনকারী হিসেবে।

লেখক: সাইফা শান্তা।

শিক্ষার্থী-অনার্স প্রথম বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।

আর পড়তে পারেন