রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৭, ২০২২
news-image

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধাক্ষ্য মোঃ মোস্তাক আহমেদ।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সদস্য ও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কামরুর রশিদ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শামসুন্নাহার সরকার।

উল্লেখ্য,বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্যরা। আলোচনা সভা শেষে উপস্থিত সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দরা বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এছাড়াও কলেজর ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা বৃন্দ, অন্যান্য শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে উৎযাপিত অনুষ্ঠান মালায় ছিল পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন,কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা আহমেদ।

আর পড়তে পারেন