শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা সিটি গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- মাসুদ পারভেজ খান ইমরান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় প্রয়াত প্রবীণ আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) নগরীর নজরুল এভিনিউস্থ মডার্ণ স্কুলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে বলে ফাউন্ডেশনের সূত্রে জানা যায়। প্রয়াত আফজল খান পরিবারের আহবানে সাড়া দিয়ে এ ইফতার মাহফিলে বিভিন্ন গ্রæপের রাজনীতিবিদরা অংশ নিয়েছেন ।

মাহফিলের পূর্বে বক্তব্যে এফবিসিসিআইয়ের পরিচালক কুসিক নির্বাচনে আ’লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশি মাসুদ পারভেজ খান ইমরান বলেন, কুমিল্লার মানুষ এখন পরিবর্তন চায়। কুমিল্লার মানুষ এখন লুটেরা-চাদাঁবাজ আর রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা সিটি করপোরেশন চায়। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লুটেরা ও রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা গড়তে কাজ করতে হবে। আমি মনোনয়ন প্রত্যাশি। মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে, আমরা সম্মিলিতভাবে সেই নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবো। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আফজল খান কন্যা সংরক্ষিত নারী আসনের সাংসদ আনজুম সুলতানা সীমা, পুত্র এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, জেলা দক্ষিণ আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, সাবেক জিএস জাকির হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মহানগর আ’লীগ নেতা, মেয়র মনোনয়ন প্রত্যাশি নুর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, শিক্ষাবিদ অধ্যক্ষ সফিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেয়র মনোনয়ন প্রত্যাশি আনিসুর রহমান মিঠু, বিশিষ্ট আইনজীবী এড. গোলাম ফারুক, এড. মাসুদ সালাউদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা খাদেম মোহাম্মদ ফিরোজ, জেলা আওয়ামীলীগ নেতা পার্থ সারথী দত্ত, জেলা দক্ষিণ আ’লীগের কোষাধ্যক্ষ আলী আকবর, রুপম মজুমদার প্রমুখ।

আর পড়তে পারেন