মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেবা করে পুলিশ পদক পাচ্ছেন কুমিল্লার পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পাচ্ছেন।

২০১৮ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের এই পদক দেওয়া হবে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য পুলিশ সদর দফতরকে জানানো হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ২০তম বিসিএস (পুলিশ ক্যাডার) পাস করে ২০০১ সালের মে মাসে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার সহকারী কমিশনার, রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকার বিশেষ পুলিশ সুপার (এসবি), ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০০৮ ও ২০০৯ সালে তিনি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে সাহসিকতার জন্য তিনি বিগত ২০১০ সালে পিপিএম এবং ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম এবং পিপিএম পদক অর্জন করেন।

২০১৪ সালে তিনি পুলিশ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও বর্তমানে তিনি ২০তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আর পড়তে পারেন