শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা বিরোধী শক্তিদের সাথে এখন ঐক্যজোট হচ্ছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০১৮
news-image

 

শরীফুল ইসলামঃ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত দেখা দিয়েছে। বিগত দিনে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছেন তারা এখন এক হয়েছে। ১৯৭১ সালে যে জামায়াতি ইসলাম রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের বিরোধীতা করেছিল তাদেরকে নিয়েই এখন ঐক্যজোটসহ কত জোট করার পরিকল্পনা চলছে’।

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা আওয়ামীলীগকে কখনও ক্ষমতা থেকে নামাতে পারেননি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করে ক্ষমতা থেকে নামিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এদেশের মাটিতে আর কখনও আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। এদেশের জনগণই আপনাদেরকে প্রতিহত করবে।

মন্ত্রী মঙ্গলবার সকাল ১১টা চান্দিনায় পৌঁছে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে বিকেলে দোল্লাই নবাবপুরে নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করে উপজেলার মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, প্রধান বক্তার বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী’র সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, এফবিসিসিআই পরিচালক হেলেনা জাহাঙ্গীর, দুবাই আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন, চাঁদপুরের কচুয়া পৌর মেয়র নাজমূল আলম স্বপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক কুমার মজুমদার, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী, পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, উপজেলা তাঁতী লীগ সদস্য সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ।

আর পড়তে পারেন