শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে জাল জন্ম সনদে বাল্য বিয়ে, থানায় মামলা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
হাইমচর উপজেলা ৫নং হাইমচর ইউপির ৭নং ওয়ার্ড আদর্শ গ্রামের চুন্নু মিয়া ঢালীর মেয়ে উপজেলার এমজে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী সোনিয়া আক্তার(১৫) এর নামে জাল জন্মসনদ তৈরি করে একই ইউনিয়নের মজিবুল হক সরদারের ছেলে কালা সরদারের সাথে বাল্য বিয়ের ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদঃ)সার্জিয়া আফরিন বাদী হয়ে হাইমচর থানায় ৩ জনকে বিবাদী করে এজহার দায়ের করেছেন।

জহার সূত্রে জানাযায়, ৫নং হাইমচর ইউপির ৭নং ওয়ার্ড আদর্শ গ্রামের চুন্নু মিয়া ঢালীর মেয়ে উপজেলার এমজে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী সোনিয়া আক্তার(১৫)। যার জেএসসি সনদে জম্ম তারিখ ১০-১০-২০০৩ইং। সোনিয়া আক্তারের নামে জাল জম্মসনদ তৈরি সিন্ডিকেটের হোতা বাবুল মৃর্ধা ও হযরত আলি চাঁদপুর পৌরসভা হতে গত ১৯-০২-২০১৮ ইং তারিখে জাল জন্মসনদ তৈরি করেন। জাল জন্ম সনদে ২০-০২-২০১৮ ইং তারিখে এডঃ শীতল ঘোষ এর চেম্বারে একই ইউনিয়নের মজিবুল হক সরদারের ছেলে কালা সরদারের সাথে বিয়ে সম্পাদন করে। গত ৩ মার্চ চরভাঙ্গা গ্রামে তাদের এক আতœীয়ের বাড়িতে ভুরি ভোজের আয়োজন করে। বাল্য বিয়ের বিষয়টি জানতে পেরে হাইমচর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান অভিযান চালিয়ে সৃজনকৃত কাগজপত্র আটক করেন। কনে সোনিয়া আক্তারকে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি আক্তার সেলিনার জিম্মায় দেয়া হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃদঃ) সার্জিয়া আফরিন বাদী হয়ে ৪ মার্চ বাল্য বিবাহে সহযোগীতা করার অভিযোগে মোঃ বাবুল মৃর্ধা, পিতাঃ মৃতঃ করিম মৃর্ধা, গ্রামঃ পোঃ হাইমচর, মোঃ হযরত আলি, পিতা মৃতঃ মজিবুল হক সরদার, গ্রামঃ উত্তর চরভৈরবী, হাইমচর, চাঁদপুর ও চাঁদপুর পৌরসভার ১২ ও ১৩ নং ওয়ার্ড নিকা রেজিঃ সাদেক মোঃ ফারুককে বিবাদী করে হাইমচর থানায় এজহার দাখিল করেছেন। প্রথমে প্রশাসনের চাপে বাল্য বিয়ে ভেঙ্গে যাওয়ার পর দালালের মাধ্যমে জাল জন্ম সনদ তৈরি করে বাল্য বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সচেতন মহল।

আর পড়তে পারেন