শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০১৮
news-image

বিএম ইসমাইল ঃ

হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু জাফর শেখের পরিচালনায় প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে। শিক্ষকদের কাজের প্রতি দায়িত্বশীল থাকলে শত ভাগ পাস নিশ্চিত হবে। শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তানের মত গড়ে তোলতে পারলেই দেশের শিক্ষার মান বৃদ্ধি পাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, হাইমচর উপজেলা শিক্ষা অফিসার আহসানুজ্জামান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ আলি, ইউআরসি বোরহান উদ্দিন। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, ৭নং মডেল সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, মোক্তার আহমেদ, সহকারি শিক্ষক খাদিজা বেগম প্রমুখ।

আর পড়তে পারেন