শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের (নৌকা) মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সিনাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাথাভাঙ্গা ইউনিয়নের ভৈরব উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিট পুলিশের সভা ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তার সমর্থকদের নিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন।

এ সময় নৌকার প্রার্থী নাজিউর রহমান ভূঁইয়ার নির্বাচনী অফিস অতিক্রমকালে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ভৈরব উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশের সভা যাওয়ার পথে হঠাৎ করে নাজিউর রহমান ভূঁইয়ার কর্মী-সমর্থকরা আমাদের ওপর হামলা করেছে। এতে আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী নাজিউর রহমান ভূঁইয়া বলেন, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বহিরাগত লোক নিয়ে বিনা উসকানিতে আমার সিনাই অফিসে নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আমার পাঁচ-ছয়জন নেতাকর্মী আহত হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েছ আকন্দ বলেন, নির্বাচনী প্রচারণা চালানোকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

আর পড়তে পারেন