বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় শিশু নির্যাতনকে পাঁচ হাজার শিক্ষার্থীর লালকার্ড

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার হোমনায় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও শিশু নির্যাতনকে লালকার্ড দেখিয়েছে পাঁচ হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা পড়াশুনার মাধ্যমে নিজেকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ার শপথ নেন। এসময় তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধের অঙ্গীকার করেন। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ হোমনা উপজেলা শাখা এ সমাবেশ ও শপথ পাঠের আয়োজন করে। এতে উপজেলা সদরের হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। হোমনা ইউএনও কাজী শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য দেন হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আব্দুল হক সরকার, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, প্যানেল মেয়র আবদুল বাতেন, পৌর কাউন্সিলর শাহনাজ আক্তার স্বপ্না, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, হোমনা শাখার সাধারণ সম্পাদক রাসেল খান প্রিন্স প্রমুখ।

আর পড়তে পারেন