শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ আগস্ট থেকে লাকসাম পৌরসভার সড়কে অটোরিকশা নিষিদ্ধ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

আগামী ১০ এ আগস্ট থেকে লাকসাম পৌরসভার সড়কে তিন চাকার অটোরিকশা যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে পৌরসভা কতৃপক্ষ।

বুধবার পৌরসভা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পৌরসভায় থ্রি-হুইলার অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। লাকসাম পৌরসভা নিরাপত্তা বিধানে এ আদেশ ১০ আগস্ট থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অটোরিকশার কারণে লাকসামে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে সম্প্রতি আলোচিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা এ সিদ্ধান্ত নিল।

গত ঈদে ঈদে বেশি দুর্ঘটনাটা হয়েছে লাকসাম পৌরসভা তিন চাকার অটোরিকশার জন্য। তিন চাকার অটোরিকশা এবার লাকসাম পৌরসভার সড়কে খুব বেশি হারে এসে গেছে। যেটা অতীতে কখনো ছিল না।’-

লাকসাম পৌরসভা ভাঙ্গাচোরা রাস্তায় যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছে তিন চাকার অটোরিকশা। কোন প্রশিক্ষণ ছাড়াই বেপরোয়া গতিতে এসব যান চালাচ্ছেন চালকরা। যার ফলে প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফলে এ যান নিয়ে বর্তমানে শঙ্কিত লাকসামের পৌরসভা জনসাধারন।

আর পড়তে পারেন