শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯৭৫ সালের মতো আরও একটি ষড়যন্ত্র হচ্ছে : জাহাঙ্গীর কবির নানক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

১৯৭৫ সালের মতো দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘আমরা পঁচাত্তরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছি, স্লোগান দিয়েছি, বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছি। সেই বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। পঁচাত্তরে যেমন ষড়যন্ত্র হয়েছে আরও একটি ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের ধারক ও বাহক হচ্ছে বিএনপি-জামায়াত।’

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদিন হল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

এ সময় যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে নানক বলেন, ‘বাংলাদেশকে দেখে কিছু মহল ঈর্ষান্বিত। যারা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, পাকিস্তানের সপক্ষে মুক্তিযুদ্ধ ও বাঙালির আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য তারা চুপ করে বসে নেই। সেই কারণে আমরাও সতর্ক। ভয় কীসের? আমাদের দুঃসাহসিক নেত্রী শেখ হাসিনা আছেন। তিনি দুরন্ত, সাহসিকতার সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আজ বাংলাদেশ বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে, সজিব ওয়াজেদ জয় যখন দেশকে ডিজিটাল বাংলাদেশ বলত তখন আমাদের টিস করত। এখন ৫০০ টাকায় মোবাইল ফোন পাওয়া যায়।’

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধন, সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন রহমান।

আর পড়তে পারেন