শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩ দিনে কুমিল্লার সড়কে ঝড়েছে ১৪ জনের প্রাণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১২, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

গত তিন দিনে কুমিল্লার বিভিন্ন সড়ক মহাসড়কে ঝড়েছে শিশু, শিক্ষার্থী, কিশোর, যুবকসহ ১৪ জনের প্রাণ।

সবশেষ শুক্রবার দুপুরে মৃত্যুর এই মিছিলে যোগ হয়েছে আরো ৩টি তাজা প্রাণ। প্রাইভেটকারের চাপায় শিশু ও কিশোরসহ নিহত হয়েছে দুজন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর ঢাকলাপাড়া এলাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  রবিউল হোসেন (১৬) ও মো. আনিস (৫)।

এতে একই এলাকার আরো ২ কিশোর গুরুতর আহত হয়। তারা হলেন,  হেলাল (১৫) ও কাইয়ুম (১৫)। দুজনই বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘কয়েকজন শিশু সেলুনে চুল কেটে বাড়ি ফেরার জন্য হেটে মহাসড়ক পারাপার হচ্ছিলো। সে সময় কুমিল্লামূখি একটি দ্রুত গতির প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই কিশোর, আনিস মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রবিউলের মৃত্য হয়।’

এছাড়াও গত ৯ মার্চ বুধবার দুপুরে একই উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর ফিলিং স্টেশনের সামনে মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাবুল (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভারেল্লা দক্ষিণই উনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক। নিহত বাবুল মিয়া রামপুর গ্রামের বাসিন্দা এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

আর পড়তে পারেন