শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩ সেপ্টেম্বর কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের পুর্নমিলনী, প্রস্তুতি সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩১, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের পুর্নমিলনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই মাহেন্দ্রক্ষণ এখন দ্বারপ্রান্তে। রি-ইউনিয়নে উপস্থিত থাকবেন ওই সময়ের প্রভাতি ও দিবা শাখার সফল ও আলোচিত ২৪ জন শিক্ষক।
৩ সেপ্টেম্বর রোববার বহু প্রতীক্ষিত ২০০০ ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজনে যা যা থাকছেঃ
অনুষ্ঠানমালার প্রথম পর্বে থাকবে, দুপুর আড়াইটায় রেজিষ্ট্রেশন (টি শার্ট ও রিস্ট ব্যান্ড বিতরণ) , দুপুর আড়াইটায় জিলা স্কুল মাঠে শিক্ষার্থীদের গ্রুপ ছবি তোলা শেষে বিকেল ৩ টায় স্কুলের শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেল ৩ টায় স্কুল প্রাঙ্গণ থেকে শোভা যাত্রা বের হবে। তা নজরুল ইন্সটিটিউট এ গিয়ে শেষ হবে। সেখানে সাড়ে ৩ টা থেকে অনুষ্ঠান শুরু হবে। বন্ধুদের স্মৃতিচারণ, শিক্ষকদের বক্তব্য, শিক্ষক সম্মাননা প্রদান, বিশেষ সম্মাননা প্রদান করা হবে। বিকেল ৫ টায় কেক কাটা, গ্রুপ ছবি, নাস্তা গ্রহণ ও সমাপনী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে ৫ টা ১০ মিনিটে থাকবে আনন্দ আড্ডা, সাড়ে ৫ টায় এলামনাই গঠনের লক্ষ্যে নির্বাচন, সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক সন্ধ্যা, সাড়ে ৭ টায় নৈশভোজ এবং সাড়ে ৮ টায় অনুষ্ঠানের সমাপ্তি।

উপস্থিত থাকবেন ২৪ জন শিক্ষকঃ
ইতিমধ্যে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে সাবেক ও বর্তমান শিক্ষকদের। ২০০০ ব্যাচের শিক্ষার্থী মহিবুবুল হক ছোটন, জুয়েল কাজী এসব নিমন্ত্রণপত্র শিক্ষকদের বাসায় পৌছে দিয়েছেন। আমন্ত্রিত শিক্ষকরা হলেন, বর্তমান প্রধান শিক্ষক বেগম রাশেদা আক্তার, সাবেক প্রধান শিক্ষক মমতাজুর রহমান, সাবেক সহকারি প্রধান শিক্ষক শামসুল হক, সাবেক সহকারি প্রধান শিক্ষক এ কে এম হাবিব উল্লাহ, সাবেক সহকারি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাবেক সহকারি শিক্ষক মোসলেহ উদ্দিন আহমেদ, সাবেক সহকারি শিক্ষক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সাবেক সহকারি শিক্ষক আব্দুল ওহাব,

সাবেক সহকারি শিক্ষক আব্দুর রহিম, সাবেক সহকারি শিক্ষিকা আজিজুন্নেসা, সাবেক সহকারি শিক্ষিকা আসমা আক্তার, সহকারি প্রধান শিক্ষক কামরুজ্জামান, সাবেক সহকারি শিক্ষক মধুসূদন চক্রবর্তী,

সাবেক সহকারি শিক্ষক কাজী গোলাম রসুল, সাবেক সহকারি শিক্ষক আব্দুর রহিম (২), সাবেক সহকারি শিক্ষক তাজুল ইসলাম, সাবেক সহকারি শিক্ষক রিক্তা বড়–য়া, সাবেক সহকারি শিক্ষক নুরুল হক, সাবেক সহকারি শিক্ষিকা সুদীপ্তা রাণী রায়, সাবেক সহকারি শিক্ষিকা সুর্পণা রাণী দেবনাথ, সাবেক সহকারি শিক্ষক জহিরুল ইসলাম, সাবেক সহকারি শিক্ষক শাহ জাহান, সাবেক সহকারি শিক্ষক নাসির উদ্দিন সরকার, সাবেক সহকারি শিক্ষিকা নাসিমা হাসনা প্রমুখ।


পুর্নমিলনী অনুষ্ঠানটি যথাসম্ভব পরিপাটি, সুষ্ঠু এবং সৌন্দর্যমন্ডিত করার স্বার্থে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেমন-
১. অনুষ্ঠানের দিন একটি ভালো ক্যমেরাসহ একজন প্রশিক্ষিত দক্ষ ক্যামেরাম্যান থাকবে যে ব্যক্তিগত ছবিসহ গ্রুপ ছবি ধারণের দায়িত্বে থাকবে। ফলে ব্যক্তিগত ক্যামেরা ও সেল্ফি স্ট্যান্ড বহন করা যাবে না।
২. অনুষ্ঠানের দিন দুপুর আড়াইটার মধ্যে টি-শার্ট এবং রিস্ট ব্যান্ড সংগ্রহ করা যাবে । তবে টি-শার্ট এবং রিস্ট ব্যান্ড অনুষ্ঠানের পূর্বেই যার কাছ থেকে কুপন সংগ্রহ করা হয়েছে তার কাছ থেকে সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। সম্ভব না হলে টোকেন প্রদান সাপেক্ষে বন্ধু বশিরুল আলম পাটোয়ারি বাবু’র ( ০১৭১৬৫৯০৫৮৯) কান্দিরপাড়ের এস.বি প্লাজা মার্কেটের তৃতীয় তলা দোকান হতে কান্দিরপাড় দোকান থেকে ১ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে রাত ৯ টার মধ্যে সংগ্রহ করে নিতে হবে।


৩. অনুষ্ঠান এবং ছবির সৌন্দর্যের স্বার্থে সকলকে নির্ধারিত টি-শার্টের সাথে জিন্স/গ্যাবার্টিন প্যান্ট এবং কেডস/সু/কনভার্স পরিধানে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
৪. টি-শার্ট এবং রিস্ট ব্যান্ড গ্রহণের সময় অন্যান্য উপহার সামগ্রীর টোকেন বুঝে নিতে হবে..টোকেনের সাথে কুপনের সিরিয়ালের মিল থাকা নিশ্চিত করতে হবে । টি-শার্ট এবং রিস্ট ব্যান্ড ব্যতিত অন্যান্য উপহার সামগ্রী অনুষ্ঠানস্থলে রাত সাড়ে ৭টার পর প্রদান করা হবে ।
৬. রেজিষ্ট্রেশন করেনি,জিলা স্কুল ২০০০ ব্যাচের নয়,ব্যক্তিগত বন্ধু,শিশু নিয়ে অনুষ্ঠানে আসা নিষেধ।
৭. অনুষ্ঠানে কেউ যদি কোন ইভেন্টে অংশগ্রহণ করতে চায় ১ সেপ্টেম্বরের পূর্বেই জুয়েল কাজীর (০১৭১১৩৭৫৭০৮) সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো ।
সব মিলিয়ে এবারের ঈদ উল আযহায় বাড়তি আনন্দ, অনুপ্রেরণার সন্নিবেশ ঘটবে এ পুর্নমিলনীতে।

পুর্নমিলনীতে সফল করে তুলতে অবিরত কাজ করে যাচ্ছেন, মহিবুবুল হক ছোটন, জুয়েল কাজী, হাসানুজ্জামান তানিন, সাইদুল হক,  বশিরুল আলম পাটোয়ারী, রাইসুল ইসলাম নাবিল, রিয়াজ, সোহাগ, রায়হান, জুয়েল, মুকিম, মাকসুদসহ আরো ২০০০ ব্যাচের আরো শিক্ষার্থীরা।

আর পড়তে পারেন