মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে আপগ্রেডেসান নীতিমালা অনুসরণের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ কর্তৃক অনিয়মতান্ত্রিক ও স্বেচ্ছাচারিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত আপগ্রেডেসান বঞ্চিত করার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আপগ্রেডেসান নীতিমালা অনুসরণের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার (৭ আগষ্ট) দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের বলেন, ‘‘মাননীয় উপাচার্য অনিয়মতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি আটকে রেখে স্বেচ্ছাচারিতার পরিচয় দিচ্ছেন। আমরা বিশ^বিদ্যালয়ের বিদ্যমান আপগ্রেডেসান নীতিমালা অনুসরণের জোর দাবি জানাচ্ছি।”
এছাড়াও মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: আইনুল হক সহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক সমিতির সাথে মানববন্ধনে একাত্মতা পোষণ করেন কুমিল্লা বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।

আর পড়তে পারেন