শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে হাইব্রিড ভুট্টা ডন-১১১ এর বাম্পার ফলন

আজকের কুমিল্লা ডট কম :
মে ২২, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা এ সি আই সীড এর বাজারজাতকৃত হাইব্রিড ভুট্রা ডন-১১১ চাষাবাদ করে বাম্পার ফলন পেয়েছেন। অভূতপূর্ব ফলন পেয়ে কৃষকদের মুখে আনন্দের হাসি ফুটেছে। চেংগাকান্দি ও গোলাপেরচর গ্রামের আদর্শ কৃষক কালা মিয়া ৬ একর, সালাউদ্দিন ২.৫ একর, ওয়াসিম ২.৪ একর, মঞ্জু মিয়া ২.০ একর ডন-১১১ জাতের ভুট্টা চাষাবাদ করে প্রতি শতকে ৪০ কেজি ফসল উৎপাদন করেছেন। সেই মোতাবেক একরে ১০০ মণ ফলন হয়েছে। উপ সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার ও সাবিনা ইয়াসমিন সহ ডন-১১১ এর দণ্ডায়মান ফসল পরিদর্শন এবং কয়েকটি মোচা কর্তন করা হয়। অতপর চেঙ্গাকান্দি ইউসুফ মেম্বার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এক মাঠ দিবস অনুষ্ঠা । উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষিবিদ দিলিপ কুমার অধিকারী, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কুমিল্লা।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা এ সি আই সীড এর বাজারজাতকৃত হাইব্রিড ভুট্রা ডন-১১১ চাষাবাদ করে বাম্পার ফলন পেয়েছেন। অভূতপূর্ব ফলন পেয়ে কৃষকদের মুখে আনন্দের হাসি ফুটেছে। চেংগাকান্দি ও গোলাপেরচর গ্রামের আদর্শ কৃষক কালা মিয়া ৬ একর, সালাউদ্দিন ২.৫ একর, ওয়াসিম ২.৪ একর, মঞ্জু মিয়া ২.০ একর ডন-১১১ জাতের ভুট্টা চাষাবাদ করে প্রতি শতকে ৪০ কেজি ফসল উৎপাদন করেছেন। সেই মোতাবেক একরে ১০০ মণ ফলন হয়েছে। উপ সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার ও সাবিনা ইয়াসমিন সহ ডন-১১১ এর দণ্ডায়মান ফসল পরিদর্শন এবং কয়েকটি মোচা কর্তন করা হয়। অতপর চেঙ্গাকান্দি ইউসুফ মেম্বার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এক মাঠ দিবস অনুষ্ঠা । উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষিবিদ দিলিপ কুমার অধিকারী, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কুমিল্লা।

আর পড়তে পারেন