শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে নতুন আরো ১৪ জনসহ করোনায় আক্রান্ত ১০১

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরা, লাকসাম :
কুমিল্লার লাকসামে শুক্রবার (৫ জুন) নতুন করে এক চিকিৎসকসহ আরো ১৪ জনের কাভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সখ্যা ১০১ জন।

জানা গেছে, শারিরীক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে না চলায় লাকসামে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা।

এ পর্যন্ত উপজেলায় কভিড-১৯ এর মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩৬ জনের। এদের মধ্যে রিপোর্ট এসেছে ৬১৫ জনের, আর প্রক্রিয়াধিন রয়েছে ১২১ জনের।

এদিকে করোনা পরিস্থিতি  নিয়ে এলাকার বিশিষ্টজনেরা বলেন, লাকসাম পৌর শহরে নিরাপদ শারিরীক দূরত্বের বালাই নেই বললেই চলে। এতে দিনদিন উপজেলায় করোনা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে। আর জনসাধারণের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। ফলে করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকিতে রয়েছেন এ এলাকার মানুষ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল আলী জানান, করোনার সংক্রমণ ঠেকাতে হলে সবাইকে শারীরিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সতর্ক থাকতে হবে। জনসমাগম করা যাবে না। নচেৎ আমাদের পরিনতি আরা ভয়াবহ হয়ে উঠবে।

আর পড়তে পারেন