Tag Archives: অতিরিক্ত সময়ে গোল খেয়ে

অতিরিক্ত সময়ে গোল খেয়ে

অতিরিক্ত সময়ে গোল খেয়ে হারলো মেসির মায়ামি

অতিরিক্ত সময়ে গোল খেয়ে হারলো মেসির মায়ামি

ডেস্ক রিপোর্ট:

প্লে-অফের প্রথম ম্যাচে জয়লাভের পর দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেলেই এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফে মায়ামির সেমিফাইনালে স্থান নিশ্চিত হয়ে যেত। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে ২-১ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসির দলের।

রোববার (৩ নভেম্বর) আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২২ মিনিটে একটি সহজ সুযোগ মিস করেন মেসি। এরপর ২৮ মিনিটে দারুণ একটি সেভে দলের গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার মায়ামিকে রক্ষা করেন।

ম্যাচের ৩৯ মিনিটে মায়ামি লিড লাভ করে। একটি আক্রমণ থেকে বল দখল করার সময় মেসি পড়ে গেলে ফার্নান্দো রেদেন্দো দ্রুত বলটি ডেভিড মার্টিনেজের দিকে বাড়িয়ে দেন। মার্টিনেজ ঠান্ডা মাথায় বলটি চিপ করে জালে পাঠান।

ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফেরে আটলান্টা। আমাদোহের দারুণ ক্রস থেকে জটলার মধ্যে ডেরিক উইলিয়ামস নিচু হয়ে হেড করে গোল করে ম্যাচকে সমতায় নিয়ে আসেন। সমতায় থেকে ম্যাচ শেষ হওয়ার পথে ছিল। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে ৫ মিনিটের যোগ করা সময় দেওয়া হয়। এই সময়ের চতুর্থ মিনিটেই সিলভার গোল করে আটলান্টাকে জয় এনে দেন।

এই ম্যাচ যদি ড্র হতো, তবে মেসিরা কনফারেন্স সেমিফাইনালে উঠে যেতেন। কিন্তু তা না হওয়ায় এখন তৃতীয় ম্যাচেই দুই দলের ভাগ্য নির্ধারিত হবে। আগামী শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।