কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ১৬-তম আসর ২০২৪ এর ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯ টায় ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকরী ছয়টি দল হলো-
১) শালবন টাইগারস – অধিনায়ক: ইমতিয়াজ আহমেদ জিতু, সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা।
২) গোমতী ওয়ারিয়রস – অধিনায়ক: সাদিক মামুন, স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাব এবং সম্পাদক, প্রতি সময়।
৩) ময়নামতি রাইডার্স – অধিনায়ক: জহিরুল হক বাবু, সম্পাদক, কুমিল্লা নিউজ এবং দৈনিক আজকের পত্রিকা।
৪) ধর্মসাগর গ্ল্যাডিয়েটরস – অধিনায়ক: তামজীদ হোসেন লিপু, কুমিল্লা টোয়েন্টিফোর টিভি।
৫) মেঘনা চ্যালেঞ্জার্স – অধিনায়ক: মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি, এনটিভি এবং দৈনিক বাংলা।
৬) ডাকাতিয়া ডায়নামাইটস – অধিনায়ক: তানভীর দিপু, কুমিল্লা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টিভি।
প্রতিবছর কুমিল্লায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক এবং অনলাই মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন ক্রিয়া সংগঠক সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু। প্রতি বছর কুমিল্লা স্টেডিয়ামে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে এক মিলন মেলার সৃষ্টি হয়।