Tag Archives: অপসারণের দাবীতে

মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে

মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দির মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ঘন্টাব্যাপি চলা অবরোধে মহাসড়কের দু’দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্নীতি, স্বেচ্ছাচারী আচরণসহ নানা অভিযোগের প্রেক্ষিতে মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে সকাল সাড়ে ১০টায় ওই অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। অভিযুক্ত অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত মহাসড়ক ত্যাগ করবেন না বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ হলেও অদৃশ্য কারনে অধ্যক্ষকে অপসারণ করা হচ্ছে না। এনিয়ে গত দুই মাস ধরে আন্দোলন করেও কোন সুরাহা হচ্ছে না।

মাদরাসার সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান জানান, অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আগের ইউএনও স্যার তদন্তে অনিয়মের প্রমান পেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছিলেন। এরপর থেকে অধ্যক্ষ শিক্ষার্থী ও শিক্ষকদের হুমকি দিচ্ছেন। তাই আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবীতে মহাসড়কে নেমেছি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমানসহ সেনাবাহিনীর সদস্য, দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে থানার সদস্যরা আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের কথা শোনেন। তাদের দাবী সম্পর্কে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের বরাবর বিষয়টি ব্যবস্থা গ্রহনের জন্য অবগত করবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।