Tag Archives: আ.লীগ নেতা

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির কর্মী ছিদ্দিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আমির হোসেন ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সদরঘাট এলাকা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় ছাত্র-জনতার একটি বিজয় মিছিল বের হয়। মিছিল শেষে কিছু ছাত্র-জনতা ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আমির হোসেনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর পরের দিন একটি সালিশ বৈঠকে আমির হোসেনের নেতৃত্বে তার অনুসারীরা বিএনপি কর্মী ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই মো. কাউছার হোসেন ইউপি সদস্য আমির হোসেনকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ওসি খালিদ সাইফুল্লাহ জানিয়েছেন, বিএনপি কর্মী হত্যার মামলার প্রধান আসামি ইউপি সদস্য আমির হোসেনকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে নৌপুলিশ। পরে তাকে দেবিদ্বার থানার কাছে হস্তান্তর করা হয় এবং বুধবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় হাসমত উল্লাহ হাসুকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলার আসামি ছিলেন।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হাসমত উল্লাহ হাসু সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় হাসুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোনো মামলা নেই, তবে সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।

সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় হাসু দুটি মামলার আসামি।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলায় সাতজন গুলিবিদ্ধ হন এবং অন্তত ৩০ জন আহত হন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র ব্যবহার করেন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।